Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ বার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ বার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, শ্রী প্যাটেলের ব্যক্তিত্ব ও কাজ দেশের একতা, অখন্ডতা রক্ষায় ও উন্নত ভারত গঠনের লক্ষ্যে যেসব নাগরিক কাজ করে চলেছেন, তাঁদের প্রেরণা যোগাবে। 
এক্স পোস্টে শ্রী মোদী বলেন, “দেশের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ বার্ষিকীতে তাঁর স্মৃতিতে শত শত প্রণাম। তাঁর ব্যক্তিত্ব ও কৃতিত্ব দেশের একতা ও অখন্ডতা রক্ষায় এবং উন্নত ভারত গঠনের লক্ষ্যে কর্মরত দেশবাসীর কাছে প্রেরণা-স্বরূপ হয়ে থাকবে”।

 

PG/PM/SB