Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সরকারি সফরে ব্রুনেই পৌঁছলেন প্রধানমন্ত্রী

সরকারি সফরে ব্রুনেই পৌঁছলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৪

 

সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে সরকারি সফরে আজ বন্দর সেরি বেগাওয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেইতে গেলেন। ঘটনাচক্রে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরের সময়েই ভারত ও ব্রুনেইয়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি হচ্ছে। 

বন্দর সেরি বেগাওয়ানে পৌঁছনোর পর যুবরাজ হাজি আল মুহতাদি বিল্লা, ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী প্রমুখ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ভারতের ‘পুবে সক্রিয়’ নীতি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ অংশীদার হলো ব্রুনেই। পারস্পরিক শ্রদ্ধা এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে সুদৃঢ় বোঝাপড়া, ভারত ও ব্রুনেইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি। দুই দেশের মধ্যে এক হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের যোগসূত্র রয়েছে।

PG/SD/SKD