Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন


সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভিসার আর কোন প্রয়োজন হবে না। এই মর্মে একটি চুক্তির মডেল অনুমোদন পেল কেন্দ্রীয় মন্ত্রিসভার। এর ফলে, ভিসা ছাড়াই ১৮০ দিনের মধ্যে কিংবা তার বেশি সময়কালের ব্যবধানে ভারতে প্রবেশ এবং এক নাগাড়ে ৯০ দিন বা তার কম সময় থাকার ব্যাপারে আর কোন বাধা থাকবে না। একইভাবে, যে দেশগুলির সঙ্গে এই মডেল চুক্তি স্বাক্ষরিত হল সেই সমস্ত দেশে সরকারি ও কূটনৈতিক পাসপোর্ট অধিকারী ভারতীয়রা ভিসা ছাড়াই প্রবেশ ও নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করতে পারবেন।

উল্লেখ্য, এ পর্যন্ত বিশ্বের ৬৯টি দেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও ১৩০টি দেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে।

PG/SKD/DM