Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্যের রপ্তানি সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলতে বিভিন্ন রাজ্যকে নিয়ে জাতীয় পর্যায়ের এক সমবায় সমিতি গঠনের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৩

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সহায়তায় রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে বিভিন্ন রাজ্যকে নিয়ে জাতীয় পর্যায়ে এক সমবায় সমিতি গঠনের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্থির হয় যে মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটিজ (এমএসসিএস) আইন, ২০০২-এর আওতায় এটি গঠিত হবে।

প্রস্তাবিত সমিতিটি বিভিন্ন সমবায় সমিতিগুলির উৎপাদনকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাজারজাত করার বিষয়ে এটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এর ফলে দেশের সমবায় সমিতিগুলির রপ্তানি সম্ভাবনারও বিশেষ প্রসার ঘটবে। রপ্তানি সম্পর্কিত বিভিন্ন নীতি ও কর্মসূচির সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা হবে এই সমিতিটিকে। সার্বিকভাবে সরকারি নীতি ও দৃষ্টিভঙ্গিকেই কাজে লাগানো হবে এক্ষেত্রে। শুধু তাই নয়, সকলের মিলিত সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির ধারণাটিও মূর্ত হয়ে উঠবে এই প্রচেষ্টার মধ্য দিয়ে।

প্রস্তাবিত সমিতিটি বাস্তবায়িত হলে দেশের অন্যান্য সমবায় সমিতিগুলির উৎপাদন ও পরিষেবাকে নানাভাবে উৎসাহিত করার পরিসরও বৃদ্ধি পাবে। আর এইভাবেই আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিটিও।

PG/SKD/DM