Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সবরমতি আশ্রম থেকে অমৃত মহোৎসব অনুষ্ঠানের সূচনা হবেঃ প্রধানমন্ত্রী


নতুনদিল্লি, ১২ই মার্চ, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ  আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে পদযাত্রার সূচনা করবেন।

 

 একগুচ্ছ টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন , “ যেখান থেকে ডান্ডি অভিযান শুরু হয়েছিল সেই একই জায়গা౼ সবরমতী আশ্রম থেকে আজকের অমৃত মহোৎসব অনুষ্ঠানের সূচনা হবে। ভারতের জনসাধারণের মধ্যে গর্ব ও আত্মনির্ভরতার ভাবনাকে এই পদযাত্রা আরো দৃঢ় করবে । বাপু এবং স্বাধীনতা সংগ্রামীদের জন্য ‘ভোক্যাল ফর লোক্যাল’ একটি অনবদ্য শ্রদ্ধার্ঘ ।
 

যেকোনো স্থানীয় পণ্য কিনুন এবং সোশ্যাল মিডিয়ায় #’Vocal For Local’  ব্যবহার করে সেটি পোস্ট করুন।  সবরমতী আশ্রমে মগন নিবাসের কাছে একটি চরকা বসানো হয়েছে । আত্মনির্ভরতা সংক্রান্ত প্রত্যেক টুইটে ওই চরকাটি পুরো একবার ঘুরবে।  এটি  গণআন্দোলনের অনুঘটকের কাজ করবে । “

***

 

 

CG/CB