Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সন্ত থিরুভাল্লুভার-কে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য


নতুন দিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থিরুভাল্লুভার দিবসে সন্ত থিরুভাল্লুভার-কে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“আজ আমরা থিরুভাল্লুভার দিবস উদযাপন করছি। মহান তামিল সন্ত থিরুভাল্লুভার-এর স্মরণে দিনটি পালিত হচ্ছে। থিরুক্কুরালের বিষয়ে তাঁর অগাধ জ্ঞান আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দিক নির্দেশনার কাজ করে। তাঁর শাশ্বত শিক্ষা সমাজকে সদ্ভাবনা এবং অখন্ডতা বজায় রাখার অনুপ্রেরণা দেয়, পারস্পরিক বোঝাপড়া এবং সম্প্রীতির জগৎ গড়ে তুলতে সাহায্য করে। যে সর্বজনীন মূল্যবোধের ভাবনা তিনি সঞ্চারিত করেছেন, আমরা তা কার্যকর করতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

PG/CB/AS