নতুন দিল্লি, ১৫ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থিরুভাল্লুভার দিবসে সন্ত থিরুভাল্লুভার-কে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“আজ আমরা থিরুভাল্লুভার দিবস উদযাপন করছি। মহান তামিল সন্ত থিরুভাল্লুভার-এর স্মরণে দিনটি পালিত হচ্ছে। থিরুক্কুরালের বিষয়ে তাঁর অগাধ জ্ঞান আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দিক নির্দেশনার কাজ করে। তাঁর শাশ্বত শিক্ষা সমাজকে সদ্ভাবনা এবং অখন্ডতা বজায় রাখার অনুপ্রেরণা দেয়, পারস্পরিক বোঝাপড়া এবং সম্প্রীতির জগৎ গড়ে তুলতে সাহায্য করে। যে সর্বজনীন মূল্যবোধের ভাবনা তিনি সঞ্চারিত করেছেন, আমরা তা কার্যকর করতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
PG/CB/AS
Today we celebrate Thiruvalluvar Day, commemorating the great Tamil sage whose profound wisdom in the Thirukkural guides us in several aspects of life. His timeless teachings inspire society to focus on virtue and integrity, fostering a world of harmony and understanding. We also…
— Narendra Modi (@narendramodi) January 16, 2024
தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை…
— Narendra Modi (@narendramodi) January 16, 2024