Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে ভারতের বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেনাবাহিনীর শৌর্য ও পরাক্রম


নতুন দিল্লি, ২৬ জানুয়ারি ২০২৫

 

এবছরের সাধারণতন্ত্র দিবস উদযাপনের বিশেষ বিশেষ মুহূর্তগুলি সম্পর্কে তাঁর মতামত আজ সমাজ মাধ্যমের মঞ্চে সকলের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এবছরের উদযাপনের মধ্যে বৈচিত্র্যের মধ্যেও ভারতের ঐক্য ও সংহতির মূল ছবিটি ফুটে উঠেছে। শ্রী মোদী বলেছেন, যে সুন্দর ও বর্ণাঢ্য কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হয়েছে তার মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেনাবাহিনীর শৌর্যের এক প্রামাণ্য চিত্র। 

সমাজ মাধ্যমে কয়েকটি বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন :

“বৈচিত্র্যের মধ্যেও ভারতের ঐক্যের এ হল এক উজ্জ্বল উপস্থাপনা। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেনাবাহিনীর শৌর্য প্রতিফলিত হয়েছে সুন্দর ও জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে। বর্ণাঢ্য ট্যাবলোগুলির মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্যের এক ঝলক আমরা দেখতে পেলাম।”  

“আজ সকালে কর্তব্য পথের বিশেষ মুহূর্তগুলি ছিল প্রকৃত অর্থেই স্মরণীয়। তার কিছু ঝলক এখানে তুলে ধরলাম…” 

SC/SKD/AS