নতুনদিল্লি, ২৯শে জানুয়ারি, ২০২১
নমস্কার বন্ধুরা,
এই দশকের প্রথম অধিবেশন আজ থেকে শুরু হল। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশককে যথাযথভাবে ব্যবহার করতে হবে আর তাই নানা মতের বিভিন্ন আলোচনা ও উপস্থাপনার মধ্য দিয়ে অর্থবহ ফলাফল যাতে পাওয়া যায় সেই বিষয়টি গোটা দশক ধরে মনে রাখতে হবে। এগুলিই দেশ প্রত্যাশা করে।
আমি নিশ্চিত দেশের কোটি কোটি জনসাধারণ যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সবাইকে এই সংসদে পাঠিয়েছে, আমরা তাদের চাহিদা পূরণে পিছিয়ে আসবো না। সংসদের এই পবিত্র স্থানটিকে আমরা সম্পূর্ণ ভাবে ব্যবহার করব এবং সব রকমের গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলবো। আমাদের সব সংসদ অধিবেশনটিকে আরও কার্যকর করে তুলবেন সেই আস্থা আমার রয়েছে ।
এবারের অধিবেশন বাজেট অধিবেশনও। ভারতের ইতিহাসের সম্ভবত এই প্রথম আমাদের অর্থমন্ত্রী ২০২০ সালে আলাদা আলাদা প্যাকেজ হিসেবে চার থেকে পাঁচটি ছোট ছোট বাজেট পেশ করেছেন। ২০২০ সাল জুড়ে যে ছোট ছোট বাজেট পেশ করা হয়েছিল, আমি নিশ্চিত যে এবারের বাজেট ওই চার পাঁচটি ছোট ছোট বাজেটের পরবর্তী অংশ হবে।
পরিশেষে বলি আমি সংসদের উভয় কক্ষের সাংসদদের সঙ্গে মাননীয় রাষ্ট্রপতির বার্তায় দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাব এবং এই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।
অনেক অনেক ধন্যবাদ।
DISCLAIMER: This is the approximate translation of PM’s speech. Original speech was delivered in Hindi.
***
CG/CB
Speaking at the start of the Budget Session. https://t.co/qhQMTEXOsG
— Narendra Modi (@narendramodi) January 29, 2021
The coming decade is vital for India’s progress. We have to remember the vision and dreams of the greats who fought for our nation’s freedom. Let there be detailed debate and discussions on the Floor of Parliament: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 29, 2021