Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদীয় সাংস্কৃতিক কর্মসূচী এক মহতী উদ্যোগ, এখানে আয়োজিত উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিভার স্বাক্ষরকে তুলে ধরার সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর , ২০২৩

 

 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদীয় সাংস্কৃতিক কর্মসূচী একটি সুন্দর উদ্যোগ। এই কর্মসূচীতে যে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের নাগরিকরা অংশগ্রহণের মাধ্যমে তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি সকলকে এই কর্মসূচীতে অংশগ্রহণ করতে আহ্বান জানান। 

এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; 

“সংসদীয় সাংস্কৃতিক কর্মসূচী একটি সুন্দর উদ্যোগ। এই কর্মসূচীতে যে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের নাগরিকরা অংশগ্রহণের মাধ্যমে তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখেন। বর্তমানে বিজেপির সাংসদরা এই কর্মসূচী আয়োজনে অত্যন্ত উৎসাহ প্রকাশ করেন। আমিও আমার কাশীতে এধরনের এক উদ্যোগ নিয়েছিলাম। আপনাদের সকলের কাছে অনুরোধ এই কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলকে উৎসাহিত করুন।”  

 
AC/CB/AS