নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর , ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদীয় সাংস্কৃতিক কর্মসূচী একটি সুন্দর উদ্যোগ। এই কর্মসূচীতে যে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের নাগরিকরা অংশগ্রহণের মাধ্যমে তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি সকলকে এই কর্মসূচীতে অংশগ্রহণ করতে আহ্বান জানান।
এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“সংসদীয় সাংস্কৃতিক কর্মসূচী একটি সুন্দর উদ্যোগ। এই কর্মসূচীতে যে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের নাগরিকরা অংশগ্রহণের মাধ্যমে তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখেন। বর্তমানে বিজেপির সাংসদরা এই কর্মসূচী আয়োজনে অত্যন্ত উৎসাহ প্রকাশ করেন। আমিও আমার কাশীতে এধরনের এক উদ্যোগ নিয়েছিলাম। আপনাদের সকলের কাছে অনুরোধ এই কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলকে উৎসাহিত করুন।”
AC/CB/AS
सांसद सांस्कृतिक कार्यक्रम एक अच्छी पहल है, जहां अलग-अलग संसदीय क्षेत्र के लोगों को अपनी प्रतिभा दिखाने और सांस्कृतिक उत्सव में भागीदारी का अवसर मिलता है। आजकल भाजपा के सांसद इसके आयोजन में जोर-शोर से जुटे हैं। इसी कड़ी में मैंने भी अपनी काशी में एक विनम्र प्रयास किया है। मेरा आप… pic.twitter.com/f0dXDkknIl
— Narendra Modi (@narendramodi) September 2, 2023