নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাজান শহরে রাশিয়ার সভাপতিত্বে আয়োজিত ষোড়শ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।
বহুপাক্ষিকতাকে আরও শক্তিশালী করা, সন্ত্রাসবাদের মোকাবিলা, অর্থনৈতিক বিকাশের বৃদ্ধি, সুস্থিত উন্নয়নের প্রসার এবং উন্নয়নশীল দেশগুলির বিভিন্ন উদ্বেগের বিষয় নিয়ে ব্রিকস নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। ব্রিকসের অংশীদার হিসেবে ১৩টি নতুন দেশকে স্বাগত জানান নেতারা।
ব্রিকস শীর্ষ সম্মেলনের দুটি অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, এমন এক সময়ে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যখন সারা বিশ্ব দ্বন্দ্ব-সংঘর্ষ, প্রতিকূল জলবায়ুর প্রভাব, সাইবার হুমকির মতো বিভিন্ন অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সেই কারণেই ব্রিকসের প্রতি বিশ্বের প্রত্যাশা আরও বেড়ে গেছে। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলার জন্য জনমুখী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদের মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সার্বিক দিশানির্দেশ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী শাসন সংক্রান্ত সংস্কারে সক্রিয়ভাবে চাপ সৃষ্টি করতে ব্রিকসের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জি-২০র সভাপতিত্বের সময়ে ভারত যে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্রিকসের উচিত উন্নয়নশীল দেশগুলির উদ্বেগকে গুরুত্ব দেওয়া। ভারতের গিফট সিটি সহ বিভিন্ন স্থানে নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্কের আঞ্চলিক উপস্থিতি নতুন মূল্যবোধ ও প্রভাবের সৃষ্টি করেছে। অর্থনৈতিক বিকাশে ব্রিকসের ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল, ই-কমার্স ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্রিকসের প্রয়াস নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের উদ্যোগে যে ব্রিকস স্টার্টআপ ফোরাম চলতি বছরে শুরু হতে চলেছে, তা ব্রিকসের অর্থনৈতিক কর্মসূচিতে বিশেষ মূল্য সংযোজন করবে।
আন্তর্জাতিক সৌর জোট, বিপর্যয় মোকাবিলার উপযোগী পরিকাঠামো গঠনের জোট, মিশন লাইফ এবং রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে গ্রীন ক্রেডিট বিষয়ক ঘোষণার মতো যেসব পরিবেশবান্ধব উদ্যোগ ভারত নিয়েছে, তার বিশদ বিবরণ দেন প্রধানমন্ত্রী। এইসব উদ্যোগে যোগদানের জন্য ব্রিকসের সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানান তিনি।
ষোড়শ ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন সফলভাবে করায় রাষ্ট্রপতি পুতিনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ব্রিকসের সভাপতিত্বের ভার এবার নিচ্ছে ব্রাজিল। সেজন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানান তিনি। শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে ব্রিকস নেতারা ‘কাজান ঘোষণাপত্র’ জারি করেন।
সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেখতে here এখানে ক্লিক করুন।
উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেখতে here এখানে ক্লিক করুন।
PG/SD/SKD
My remarks during the BRICS Summit in Kazan, Russia. https://t.co/TvPNL0HHd0
— Narendra Modi (@narendramodi) October 23, 2024
With fellow BRICS leaders at the Summit in Kazan, Russia. This Summit is special because we welcomed the new BRICS members. This forum has immense potential to make our planet better and more sustainable. pic.twitter.com/l4sBYaOZSI
— Narendra Modi (@narendramodi) October 23, 2024
Together for a better planet!
— PMO India (@PMOIndia) October 23, 2024
The expanded BRICS family meets in Kazan. pic.twitter.com/TWP6IkOQnf