Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ষষ্ঠ বিমস্টেক শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ


নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫ 

 

মাননীয়গণ,
নমস্কার! 
এ ধরনের অনন্য সাধারণ শীর্ষ বৈঠকের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী মাননীয়া শিনওয়াত্রা এবং থাইল্যান্ড সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

মাননীয়গণ,

সবার আগে ভারতবাসীর পক্ষ থেকে সাম্প্রতিক ভূমিকম্পে মায়ানমার এবং থাইল্যান্ডের ব্যাপক জীবনহানির ঘটনায় শোক জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা আন্তরিক সহমর্মিতা জানাই। গত তিন বছর ধরে বিমস্টেক-এ দক্ষ ও কার্যকর নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর দলের প্রশংসা করছি। বিমস্টেক দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে। আঞ্চলিক যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির ক্ষেত্রে এটি এক শক্তিশালী মঞ্চ হয়ে উঠেছে। আমি দৃঢ় বিশ্বাসী যে, আজ গৃহীত ব্যাঙ্কক ভিশন-২০৩০ বঙ্গোপসাগর অঞ্চলে সমৃদ্ধি, সুরক্ষা ও অন্তর্ভুক্তির যৌথ অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাবে।

মাননীয়গণ,

সাইবার অপরাধ, সাইবার সুরক্ষার বিপদ, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারের মোকাবিলায় এই মঞ্চ প্রধান ভূমিকা পালন করতে পারে। এই লক্ষ্যে এই বছরের শেষ দিকে আমি ভারতে এর প্রথম বৈঠক আয়োজন করার প্রস্তাব রাখছি। আমি খুশি যে, বেঙ্গালুরুতে বিমস্টেক এনার্জি সেন্টার গড়ে উঠেছে। এই অঞ্চলে বৈদ্যুতিক গ্রিড আন্তঃসংযোগ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রয়াস সফল হবে। 

ভারতের ডিজিটাল গণ পরিকাঠামো (ডিপিআই) মানুষকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিপ্লব এনেছে। এটি উল্লেখযোগ্যভাবে সুশাসন, স্বচ্ছতা এবং আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করেছে। আমি খুশি যে, বিমস্টেক সদস্য দেশগুলির সঙ্গে আমরা আমাদের ডিপিআই দক্ষতা ভাগ করে নিচ্ছি। ভারতের ইউনিফায়েড পেমেন্ট সিস্টেম (ইউপিআই) এবং বিমস্টেক সদস্য দেশগুলির পেমেন্ট ব্যবস্থার মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রস্তাব দিচ্ছি আমি। এ ধরনের উদ্যোগের ফলে বাণিজ্য, শিল্প ও পর্যটন – সব ক্ষেত্রে আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।

মাননীয়গণ,

আমাদের সম্মিলিত অগ্রগতির ক্ষেত্রে ব্যবসায়িক ও বাণিজ্যিক যোগাযোগ দুটিই সমান গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও সমন্বয়কে জোরদার করতে আমি বিমস্টেক চেম্বার অফ কমার্স গড়ে তোলার প্রস্তাব দিচ্ছি। আমি বিমস্টেক অঞ্চলে স্থানীয় মুদ্রায় ব্যবসায়িক লেনদেনের সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছি। 

মাননীয়গণ,

ভারত মহাসাগর অঞ্চলকে মুক্ত, অবাধ, সুরক্ষিত ও নিরাপদ করে তোলার বিষয়টি আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ভারত সুস্থায়ী সামুদ্রিক পরিবহণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে। এই কেন্দ্রের মাধ্যমে সক্ষমতা নির্মাণ, গবেষণা, উদ্ভাবন এবং সামুদ্রিক নীতির ক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা হবে। 

মাননীয়গণ,

বিমস্টেক অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের বিপদ রয়েছে, যা সাম্প্রতিক ভূমিকম্পে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। সঙ্কটের সময় ভারত বরাবরই তার বন্ধুদের পাশে দাঁড়িয়েছে। মায়ানমারের মানুষের কাছে আমরা যথাসময়ে ত্রাণ পৌঁছে দিয়েছি। প্রাকৃতিক বিপর্যয় এড়ানো সম্ভব না হলেও আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। 

এই পরিপ্রেক্ষিতে আমি ভারতে বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিমস্টেক উৎকর্ষ কেন্দ্র গড়ার প্রস্তাব দিচ্ছি। এই কেন্দ্রের মাধ্যমে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি, ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করা হবে। 

মাননীয়গণ,

আমাদের সম্মিলিত সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভ হ’ল – জনস্বাস্থ্য। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিমস্টেক দেশগুলির মধ্যে ক্যান্সার পরিচর্যার ক্ষেত্রে প্রশিক্ষণ ও সক্ষমতা গড়ে তোলার ব্যাপারে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। গ্লোবাল সাউথ-এর দেশগুলির মধ্যে মহাকাশ ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য তরুণদের কাছে প্রেরণার বিষয় হয়ে উঠেছে। বিমস্টেক সদস্য দেশগুলির সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত। 

এই অঞ্চলের তরুণদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করতে আমরা বোধি উদ্যোগ অর্থাৎ বিমস্টেক ফর অর্গানাইজড্‌ ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার চালু করছি। এই কর্মসূচির অধীনে এই বছরের শেষ দিকে বিমস্টেক সদস্য দেশগুলির ৩০০ জন তরুণকে ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে। 

মাননীয়গণ,

আমাদের কাছে বিমস্টেক শুধুমাত্র একটি আঞ্চলিক সংগঠন নয়, এটি হ’ল – অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও যৌথ সুরক্ষার একটি মডেল। এটি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস’-এর চেতনাকে তুলে ধরে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং বিমস্টেক আরও বড় উচ্চতায় পৌঁছবে।

 পরিশেষে, আমি চেয়ার অফ বিমস্টেক হিসেবে যোগদানকারী বাংলাদেশকে স্বাগত জানাই এবং বিমস্টেক-এর সফল নেতৃত্বের জন্য শুভেচ্ছা জানাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।

(প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে)

 

SC/MP/SB