নতুন দিল্লি, ২৭ মার্চ ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রান্তিক মানুষের উন্নয়নে এবং সাম্য, সহমর্মিতা এবং ন্যায়ের প্রসারে শ্রী ঠাকুরের অবদানের প্রশংসা করে শ্রী মোদী মতুয়া ধর্ম মহামেলা ২০২৫-কে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন :
“শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য। সেবা এবং আধ্যাত্মিকতায় তাঁর অবদানের জন্য অসংখ্য মানুষের হৃদয়ে তিনি বিরাজ করছেন। প্রান্তিক মানুষের উন্নয়নে এবং সাম্য, সহমর্মিতা এবং ন্যায়ের প্রসারে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। পশ্চিমবঙ্গের ঠাকুরনগর এবং বাংলাদেশের ওড়াকান্দিতে সফর আমি ভুলবো না। সেখানে আমি তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলাম।
#MatuaDharmaMahaMela2025-র জন্য আমার শুভেচ্ছা। সেখানে মতুয়া সম্প্রদায়ের উজ্জ্বল সংস্কৃতি প্রদর্শিত হবে। আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণে অনেক উদ্যোগ নিয়েছে এবং আমরা আগামীদিনেও তাদের কল্যাণে নিরলস কাজ করে যাবো। জয় হরিবোল!
@aimms_org”
SC/AP/AS/
Tributes to Shree Shree Harichand Thakur on his Jayanti. He lives on in the hearts of countless people thanks to his emphasis on service and spirituality. He devoted his life to uplifting the marginalised and promoting equality, compassion and justice. I will never forget my…
— Narendra Modi (@narendramodi) March 27, 2025