নয়াদিল্লি, ০৪ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিজোরাম বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য শ্রী লালদুহোমা ও তাঁর দল জোরাম পিপলস্ মুভমেন্ট-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মিজোরামের উন্নয়নে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মিজোরাম বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য জোরাম পিপলস্ মুভমেন্ট এবং শ্রী লালদুহোমা-কে অভিনন্দন জানাই। আমি মিজোরামের উন্নয়নে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি”।
PG/CB/SB
Congratulations to the Zoram People’s Movement and Mr.
— Narendra Modi (@narendramodi) December 4, 2023
Lalduhoma for the victory in the Mizoram Assembly elections. I assure all possible support in furthering the progress of Mizoram.