Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী বলরাজ মাধোক-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক


শ্রী বলরাজ মাধোক-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বলরাজ মাধোকজির মতাদর্শগত অঙ্গীকার ছিল যথেষ্ট শক্তিশালী, চিন্তাভাবনার স্বচ্ছতাও ছিল অসাধারণ। দেশ ও সমাজের প্রতি তিনি ছিলেন নিঃস্বার্থভাবেই নিবেদিতপ্রাণ।

বহু সময় বলরাজ মাধোকজির সঙ্গে মতবিনিময়ের সৌভাগ্য আমার হয়েছিল। তাঁর মৃত্যু খুবই বেদনার। তাঁর পরিবার-পরিজনদের জানাই আমার গভীর সমবেদনার কথা।”

PG/SKD/DM/S