Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী নরেন্দ্র মোদী সকাশেশ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী

শ্রী নরেন্দ্র মোদী সকাশেশ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী


শ্রীলঙ্কারবিদেশ মন্ত্রী মিঃ রবি করুণানায়েকে মঙ্গলবার এখানে এক সাক্ষাৎকারে মিলিত হন ভারতেরপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

গত মাসেআন্তর্জাতিক ভেসক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর শ্রীলঙ্কা সফরের স্মৃতিচারণপ্রসঙ্গে বলেন যে, তাঁর ঐ শ্রীলঙ্কা সফর শুধুমাত্র ফলপ্রসূই হয়নি, তা বিশেষভাবেস্মরণীয় হয়ে থাকবে। নতুন বিদেশ মন্ত্রীর দায়িত্বভার গ্রহণের জন্য মিঃকরুণানায়েকে’কে অভিনন্দন জানান তিনি।

শ্রীলঙ্কারসাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসের কারণে প্রাণ ও সম্পত্তিহানির ঘটনায় শোক ও সমবেদনাপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সকল রকমসহযোগিতা প্রসারের কথাও পুনরুচ্চারণ করেন তিনি।

শ্রীলঙ্কারবন্যা ও ভূমিধ্বসের পরে পরেই ভারতের দ্রুত সহায়তা প্রসারের জন্য শ্রী মোদী’কেধন্যবাদ জানান শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার নিবিড় সম্পর্ককেআরও জোরদার করে তোলার অঙ্গীকারের কথাও ব্যক্ত করেন তিনি।

PG/SKD/SB…