Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী গুরু তেগ বাহাদুরজির শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৬ ডিসেম্বর, ২০২৪

 

শ্রী গুরু তেগ বাহাদুরের আজ শহীদ দিবস। এই উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ন্যায়, সমতা এবং মানবতার সুরক্ষার লক্ষ্যে শ্রী গুরু তেগ বাহাদুরজির অতুলনীয় সাহস ও উৎসর্গের কথা এদিন স্মরণ করেছেন তিনি।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“শ্রী গুরু তেগ বাহাদুরজির শহীদ দিবসে ন্যায় ও সমতার মূল্যবোধ এবং মানবতা রক্ষার স্বার্থে তাঁর অতুলনীয় সাহস ও উৎসর্গের কথা আমি স্মরণ করি। তাঁর শিক্ষাদর্শ আমাদের অনুপ্রাণিত করে যে কোন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হওয়ার। শুধু তাই নয়, নিঃস্বার্থভাবে সেবা করে যাওয়ার কাজে তাঁর শিক্ষাদর্শ আমাদের অনুপ্রেরণা যোগায়। তাঁর ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তাও আমাদের নানাভাবে উদ্বুদ্ধ করে।”

“ਸ੍ਰੀ ਗੁਰੂ ਤੇਗ਼ ਬਹਾਦਰ ਜੀ ਦੇ ਸ਼ਹੀਦੀ ਦਿਹਾੜੇ ‘ਤੇ, ਅਸੀਂ ਨਿਆਂ, ਬਰਾਬਰੀ ਅਤੇ ਮਨੁੱਖਤਾ ਦੀ ਰਾਖੀ ਦੀਆਂ ਕਦਰਾਂ-ਕੀਮਤਾਂ ਲਈ ਲਾਸਾਨੀ ਦਲੇਰੀ ਅਤੇ ਤਿਆਗ ਨੂੰ ਯਾਦ ਕਰਦੇ ਹਾਂ। ਉਨ੍ਹਾਂ ਦੀਆਂ ਸਿੱਖਿਆਵਾਂ ਸਾਨੂੰ ਮਾੜੇ ਹਾਲਾਤ ਵਿੱਚ ਵੀ ਦ੍ਰਿੜ੍ਹ ਰਹਿਣ ਅਤੇ ਨਿਰਸੁਆਰਥ ਸੇਵਾ ਕਰਨ ਲਈ ਪ੍ਰੇਰਿਤ ਕਰਦੀਆਂ ਹਨ। ਏਕਤਾ ਅਤੇ ਭਾਈਚਾਰੇ ਦਾ ਉਨ੍ਹਾਂ ਦਾ ਸੁਨੇਹਾ ਵੀ ਸਾਨੂੰ ਬਹੁਤ ਪ੍ਰੇਰਿਤ ਕਰਦਾ ਹੈ।”

 

PG/SKD/DM