Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী কে ভি সম্পথ কুমারের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুনদিল্লি, ৩০শে জুন, ২০২১

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কৃত দৈনিক সংবাদপত্র সুধর্মের সম্পাদক  শ্রী কে ভি সম্পথ কুমারজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ শ্রী কে ভি সম্পথ কুমার জি ছিলেন অনুপ্রেরণার উৎস , যিনি সংস্কৃতকে রক্ষা করে বিশেষত  যুব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় করার জন্য  নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর অদম্য উৎসাহ এবং সংকল্প সকলকে অনুপ্রাণিত করে। তাঁর প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবার পরিজন এবং গুনমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“ 

 

CG/CB/