নতুন দিল্লি, ১০ ডিসেম্বর ২০২৪
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী এস এম কৃষ্ণর প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন। শ্রী কৃষ্ণকে এক অসাধারণ নেতা হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেছেন, কর্ণাটকের পরিকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকার জন্য শ্রী কৃষ্ণ স্মরণীয় হয়ে থাকবেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“শ্রী এস এম কৃষ্ণজী এক অসাধারণ নেতা ছিলেন, জীবনের সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা করতো। অন্যদের জীবনযাপনের মানোন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের জন্য, বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শ্রী এস এম কৃষ্ণজী এক আগ্রহী পাঠক ও ভাবুকও ছিলেন।
শ্রী এস এম কৃষ্ণজীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতার বহু সুযোগ আমার হয়েছে। সেই সব স্মৃতি আমি চিরকাল মনের মধ্যে রেখে দেবো। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের সদস্য ও অনুগামীদের আমার সমবেদনা জানাই। ওম শান্তি!”
“ಶ್ರೀ ಎಸ್.ಎಂ ಕೃಷ್ಣ ಅವರು ಅಸಾಧಾರಣ ನಾಯಕರಾಗಿದ್ದರು, ಸಮಾಜದ ಎಲ್ಲ ವರ್ಗಗಳ ಜನರ ಮೆಚ್ಚುಗೆಗೆ ಪಾತ್ರರಾಗಿದ್ದರು. ಅವರು ಯಾವಾಗಲೂ ಇತರರ ಜೀವನವನ್ನು ಸುಧಾರಿಸಲು ದಣಿವರಿಯದೆ ಶ್ರಮಿಸಿದರು. ಕರ್ನಾಟಕದ ಮುಖ್ಯಮಂತ್ರಿಯಾಗಿದ್ದ ಅವಧಿಯಲ್ಲಿ ಅವರು ವಿಶೇಷವಾಗಿ ಮೂಲಸೌಕರ್ಯ ಅಭಿವೃದ್ಧಿಗೆ ಗಮನಹರಿಸಿದ್ದನ್ನು ಸ್ಮರಿಸಿಕೊಳ್ಳಲಾಗುತ್ತದೆ. ಶ್ರೀ ಎಸ್.ಎಂ ಕೃಷ್ಣ ಅವರು ಸಮೃದ್ಧ ಓದುಗ ಮತ್ತು ಚಿಂತಕರೂ ಆಗಿದ್ದರು.”
“ಕಳೆದ ಹಲವಾರು ವರ್ಷಗಳಿಂದ ಶ್ರೀ ಎಸ್.ಎಂ. ಕೃಷ್ಣ ಅವರೊಂದಿಗೆ ಸಂವಾದ ನಡೆಸುವ ಅನೇಕ ಅವಕಾಶಗಳು ನನಗೆ ದೊರೆತವು ಮತ್ತು ಆ ಸಂವಾದಗಳನ್ನು ನಾನು ಯಾವಾಗಲೂ ಗೌರವಿಸುತ್ತೇನೆ. ಅವರ ನಿಧನದಿಂದ ನನಗೆ ಅತೀವ ದುಃಖವಾಗಿದೆ. ಅವರ ಕುಟುಂಬ ಮತ್ತು ಅಭಿಮಾನಿಗಳಿಗೆ ನನ್ನ ಸಂತಾಪಗಳು. ಓಂ ಶಾಂತಿ.”
PG/SD/AS
Shri SM Krishna Ji was a remarkable leader, admired by people from all walks of life. He always worked tirelessly to improve the lives of others. He is fondly remembered for his tenure as Karnataka’s Chief Minister, particularly for his focus on infrastructural development. Shri… pic.twitter.com/Wkw25mReeO
— Narendra Modi (@narendramodi) December 10, 2024
I have had many opportunities to interact with Shri SM Krishna Ji over the years, and I will always cherish those interactions. I am deeply saddened by his passing. My condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 10, 2024