নতুন দিল্লি, ১৬ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল ‘সদৈব অটল’-এ গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“রাষ্ট্রের সেবায় জীবন সমর্পণ করা প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীজির পুণ্য তিথিতে আজ ‘সদৈব অটল’-এ গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি।”
AC/SD/SKD
राष्ट्र सेवा में जीवनपर्यंत समर्पित रहे पूर्व प्रधानमंत्री वाजपेयी जी को आज उनकी पुण्यतिथि पर ‘सदैव अटल’ जाकर श्रद्धांजलि दी। pic.twitter.com/UKGDvXT7n9
— Narendra Modi (@narendramodi) August 16, 2023