নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিরোধী দলনেতা শ্রী সাজিথ প্রেমাদাসার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এক্স হ্যান্ডেলে একটি পৃথক পোস্টে তিনি বলেছেন:
“শ্রীলঙ্কার বিরোধী দলনেতা শ্রী সাজিথ প্রেমাদাসার সঙ্গে দেখা করতে পেরে আমি খুশি। ভারত-শ্রীলঙ্কার বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত অবদান এবং দায়বদ্ধতার প্রশংসা করি। আমাদের বিশেষ অংশীদারিত্ব দলীয় সীমানার উর্দ্ধে উঠে শ্রীলঙ্কায় জনসমর্থন পাচ্ছে। আমাদের সহযোগিতা এবং উন্নয়নের ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব আমাদের উভয় দেশের জনগণের কল্যাণের লক্ষ্যে নিবেদিত।
@sajithpremadasa”
SC/SB/NS….
Glad to meet Sri Lanka’s Leader of the Opposition, Mr. Sajith Premadasa. Appreciated his personal contribution and commitment to strengthening India-Sri Lanka friendship. Our special partnership receives support in Sri Lanka cutting across party lines. Our cooperation and robust… pic.twitter.com/fE8SBn34Yd
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாச அவர்களைச் சந்தித்தமையையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன். இந்திய இலங்கை நட்புறவை வலுவாக்குவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.எமது விசேட பங்குடைமைக்கு இலங்கையில் கட்சி… pic.twitter.com/fmEdxOV3W5
— Narendra Modi (@narendramodi) April 5, 2025