নতুন দিল্লি, ১ মার্চ ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে-র সঙ্গে আজ নতুন দিল্লির এনএক্সটি কনক্লেভে সাক্ষাৎ করেন।
তিনি তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন :
“আজ এনএক্সটি কনক্লেভে আমার বন্ধু মিস্টার রনিল বিক্রমসিঙ্ঘে-র সঙ্গে দেখা হয়েছে। আমরা সর্বদাই নিজেদের কথোপকথনে সামনের দিকে তাকিয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গীর আমি প্রশংসক। @RW_SRILANKA”
SC/SB/AS
At the NXT Conclave, met my friend Mr. Ranil Wickremesinghe. I have always looked forward to our interactions and have admired his perspective on various issues. @RW_SRILANKA pic.twitter.com/blBNKMaDM4
— Narendra Modi (@narendramodi) March 1, 2025