নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোতে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি সম্মানিত তামিল নেতা, থিরু আর. সাম্পান্থন এবং থিরু মাভাই সেনাথিরাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে একটি পৃথক পোস্টে তিনি বলেছেন:
“শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা সর্বদাই আনন্দের। সম্মানিত তামিল নেতা, থিরু আর. সাম্পান্থন এবং থিরু মাভাই সেনাথিরাজার মৃত্যুতে আমার সমবেদনা জানাই, এই দুই শ্রদ্ধেয় মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম।ঐক্যবদ্ধ শ্রীলঙ্কার নাগরিক তামিল সম্প্রদায়ের জন্য সাম্য, মর্যাদা এবং ন্যায়বিচারসম্পন্ন জীবনের প্রতি অটল দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেছি। আমার দৃঢ় বিশ্বাস যে, এই সফরের সময় চালু করা অনেক প্রকল্প এবং উদ্যোগ তাঁদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অগ্রগতিতে অবদান রাখবে।”
SC/SB/NS…
It is always a pleasure to meet the leaders of the Tamil community of Sri Lanka. Conveyed my condolences on the passing of respected Tamil leaders, Thiru R. Sampanthan and Thiru Mavai Senathirajah, both of whom were personally known to me. Reiterated unwavering commitment to a… pic.twitter.com/xCjIcWkSrv
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட… pic.twitter.com/bRWmY6lXH5
— Narendra Modi (@narendramodi) April 5, 2025