নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুনের প্রাক্তন মেয়র এবং মহারাষ্ট্রের বিধায়ক শ্রীমতী মুক্তা তিলকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“শ্রীমতী মুক্তা তিলকজি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। পুনের মেয়র থাকাকালীন তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। বিজেপি-র প্রতি তাঁর আনুগত্য দলের কার্যকর্তারা সবসময় মনে রাখবেন। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রীমতী তিলকের পরিবার-পরিজন ও সমর্থকদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
PG/CB/NS
Smt. Mukta Tilak Ji served society with diligence. She made a mark by raising pro-people issues and had a noteworthy tenure as Pune’s Mayor. Her commitment to BJP will always be cherished by Karyakartas. Pained by her demise. Condolences to her family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 22, 2022
मुक्ता टिळक जी यांनी समाजाची आत्मीयतेने सेवा केली. लोकोपयोगी मुद्दे उपस्थित करून त्यांनी आपला ठसा उमटवला आणि पुण्याच्या महापौर म्हणून त्यांची कारकीर्द लक्षणीय होती.
— Narendra Modi (@narendramodi) December 22, 2022