Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শীতকালীনঅধিবেশনের সূচনায় সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যম প্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রীর বিবৃতি

শীতকালীনঅধিবেশনের সূচনায় সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যম প্রতিনিধিদের কাছে প্রধানমন্ত্রীর বিবৃতি


আপনাদেরসকলকে নমস্কার জানাই।

সংসদেরশীতকালীন অধিবেশন শুরু হল আজ।

গতঅধিবেশনে পণ্য ও পরিষেবা করের ওপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঐ সময় ‘একজাতি, এক কর ব্যবস্থা’ – এই স্বপ্নকে বাস্তবায়িত করতে এক বিশেষ অবদানের নজিররেখেছিল সংসদ।

সেদিনআমি সমস্ত দলকেই ধন্যবাদ জানিয়েছিলাম।

বৃহত্তরজাতীয় স্বার্থে যখন সবক’টি দল একযোগে কাজ করে তখনই ইতিবাচক ফল ও প্রভাব লক্ষ্য করাযায়।

আমিআশা করব যে বর্তমান অধিবেশনেও বিভিন্ন বিষয়ের ওপর সুস্থ বিতর্ক ও আলোচনা চলতেথাকবে। কারণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা হল এক গুরুত্বপূর্ণ মঞ্চ।তবে সবক’টি দলই তাদের নিজের নিজের বক্তব্য তুলে ধরবে।

জনসাধারণেরচাহিদা ও আশা-আকাঙ্ক্ষার বিষয়গুলি নিয়েই আমরা আলোচনায় ব্যস্ত থাকব।

এছাড়াও,এ সমস্ত কিছুর মধ্যে সরকারের নিজস্ব চিন্তাভাবনারও প্রতিফলন ঘটবে।

সবক’টিরাজনৈতিক দলের ভালোরকম অংশগ্রহণের মধ্য দিয়ে এক সুস্থ ও সুন্দর বিতর্ক তথাআলাপ-আলোচনার পরিবেশ গড়ে উঠবে বলে আমি আশা করি।

সরকারেরপক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব সবক’টি রাজনৈতিক দলের আলোচনা ও কাজকর্মেরমধ্যে সমন্বয় গড়ে তোলার।

পণ্যও পরিষেবা কর সম্পর্কে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলিরসঙ্গে আমরা আলোচনা করেছি। এই অধিবেশনের আগেও পরামর্শ ও মতবিনিময় প্রক্রিয়াঅনুষ্ঠিত হয়েছে বেশ ভালোভাবেই।

প্রত্যেকটিবিষয়ের ওপরই খোলাখুলি আলোচনা ও বিতর্কের জন্য সরকার প্রস্তুত। আমরা আশা করি,গুরুত্বপূর্ণ ও সফল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা এক অনুকূল পরিবেশ সৃষ্টির কাজেসহায়তা করবে।