নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৩
শিল্প সম্পদ তথা সম্পত্তি অধিকার সম্পর্কিত একটি মউ স্বাক্ষরের প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই মউটি স্বাক্ষরিত হবে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্প বিকাশ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর এবং ইটালির শিল্প ও ‘মেড ইন ইটালি’ মন্ত্রকের শিল্প সম্পদ ও সম্পত্তি (ইটালিয়ান পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস)-এর মধ্যে। মউ স্বাক্ষরের মূল লক্ষ্য হল শিল্প সম্পদ ও সম্পত্তি সুরক্ষা ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতার প্রসার ঘটানো।
এই মউ স্বাক্ষরের পথ ধরে দুদেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পরিষেবার মানও আর উন্নত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা স্টার্টআপ সংস্থাগুলিকে বিশেষভাবে সমর্থন যোগাবে এই মউটি।
মউ স্বাক্ষরের সুবাদে দুদেশের সামনেই শ্রেষ্ঠ পন্থা-পদ্ধতি সম্পর্কিত তথ্যের যোগান এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে আরও প্রসার লাভ করবে।
PG/SKD/AS/