নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেধালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। যাঁরা আজ শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন;
“শ্রী@SangmaConradজি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছি। যাঁরা শপথ নিয়েছেন তাঁদের অভিনন্দন। মেঘালয়কে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁদের প্রয়াসের জন্য শুভেচ্ছা জানাই।”
PG/ PM / NS
Attended the oath taking ceremony of Shri @SangmaConrad Ji and his ministerial team. Congratulations to those who took oath. Best wishes to them in their pursuit of taking Meghalaya to new heights of growth. pic.twitter.com/n0m2HQ4cFN
— Narendra Modi (@narendramodi) March 7, 2023