Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন


নয়াদিল্লি, ০৭ জুন, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্রমতালিকায় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি ক্রমশ উঠে আসার তথ্যে তিনি সন্তোষ প্রকাশ করেন। 
কিউএস কোয়াকুয়ারেল্লি সাইমন্ডস্‌ লিমিটেড – এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং ম্যানেজিং ডায়রেক্টর শ্রী নুনজিও কোয়াকুয়ারেল্লি সামাজিক মাধ্যম এক্স পোস্টে এক বার্তায় তাঁদের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ক্রমতালিকায় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ক্রমশ উঠে আসার তথ্য তুলে ধরেন।  
প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, “গত এক দশকের বেশি সময়কালে আমরা শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে ব্রতী হয়েছি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্রমতালিকা তারই প্রতিফলন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রছাত্রী, অধ্যাপক এবং অন্যান্যদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জন্য অভিনন্দন। আমরা গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে চাই”।

PG/CB/SB