Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শততম জন্মবার্ষিকীতে কিংবদন্তী গায়ক মহম্মদ রফিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিংবদন্তী গায়ক মহম্মদ রফিকে তাঁর শততম জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মহম্মদ রফি এমন এক সাঙ্গীতিক প্রতিভা ছিলেন যাঁর সাংস্কৃতিক প্রভাব এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“কিংবদন্তী গায়ক মহম্মদ রফি সাহেবকে তাঁর শততম জন্মবার্ষিকীতে স্মরণ করি। তিনি এমন এক সাঙ্গীতিক প্রতিভা ছিলেন যাঁর সাংস্কৃতিক প্রভাব এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়েছে। তাঁর গান বিভিন্ন ধরনের আবেগ ও অনুভূতিকে প্রকাশ করে বলেই তা এত সমাদৃত। তাঁর বহুমুখিতাও ছিল ব্যাপক। তাঁর গান মানুষের জীবনে আনন্দবর্ষণ করতে থাকুক!”

 

PG/SD/SKD