নতুন দিল্লি, ০৭ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর জম্মু-কাশ্মীর সফরে দূর থেকে দেখা মহিমান্বিত শঙ্করাচার্য পাহাড়কে প্রণাম জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন :
“কিছুক্ষণ আগেই শ্রীনগর পৌঁছনোর পর দূর থেকে মহিমান্বিত শঙ্করাচার্য পাহাড় প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে।”
PG/AB/SKD
Upon reaching Srinagar a short while ago, had the opportunity to see the majestic Shankaracharya Hill from a distance. pic.twitter.com/9kEdq5OgjX
— Narendra Modi (@narendramodi) March 7, 2024