নয়াদিল্লি, ২১শে সেপ্টেম্বর, ২০২৩
মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আপনি আমাকে বলার জন্য অনুমতি দিয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আমি দু-চার মিনিট সময় নিতে চাই। গতকাল ছিল ভারতের সংসদীয় যাত্রাপথের একটি সোনালি দিন। এই সোনালি দিনের সোনালি মুহূর্তগুলির সৃষ্টির অধিকারী এই সংসদের সমস্ত সদস্য, সমস্ত দলের সব সদস্য, সমস্ত দলের সব নেতাও। এক্ষেত্রে যাঁরা সংসদ সদস্য, কিংবা যাঁরা সংসদের বাইরে থেকে সাহায্য করেছেন, তাঁরা প্রত্যেকেই সমান কৃতিত্বের অধিকারী। আর তাই আজ আপনাদের মাধ্যমে আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করে দেশের মাতৃশক্তির মনে এক নতুন প্রাণশক্তি সঞ্চার করতে চাইছি, গতকালের এই সিদ্ধান্ত এবং আজকে রাজ্যসভার অনুমোদনের পর যখন আমরা শেষ ধাপটি সম্পন্ন করব, তখন আমাদের দেশের মাতৃশক্তির মনোভাব বদলে যাবে। আমি মনে করি, তাঁদের সবার মনে এদেশের গণতন্ত্রের প্রতি যে আস্থা তৈরি হবে তা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি অকল্পনীয়,অনন্য শক্তি রুপে আবির্ভূত হবে ― আমি এটি অনুভব করছি। এই পবিত্র কাজ সম্পাদনে আপনারা সকলে যে অবদান রেখেছেন, সমর্থন করেছেন এবং যেভাবে সার্থক আলোচনা করেছেন, তার জন্য, এই সংসদের নেতা হিসাবে, আমি আজ আপনাদের সকলকে খোলা মনে, আমার সমস্ত হৃদয় দিয়ে শ্রদ্ধার সাথে শুভেচ্ছা জানাতে উঠে দাঁড়িয়েছি, ধন্যবাদ জানাতে উঠে দাঁড়িয়েছি।
নমস্কার।
AC/SB