Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট এখন বিভিন্ন ভাষায় শোনা যাবে


 

 

নতুন দিল্লি, ২৩ মার্চ ২০২৫

 

বিখ্যাত এআই গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পডকাস্ট এখন অনেক ভাষায় শোনা যাবে।

 

এক্স পোস্টে শ্রী মোদী লিখেছেন :

 

“লেক্স ফ্রিডম্যানের সঙ্গে সাম্প্রতিক পডকাস্টটি এখন বিভিন্ন ভাষায় মিলবে! এর লক্ষ্য হল, এই কথোপকথনকে আরও বেশি শ্রোতার কাছে পৌঁছে দেওয়া। এটি শুনুন…

 

@lexfridman”

 

 

SC/MP/AS