নতুনদিল্লি, ২রা অক্টোবর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, “ লাল বাহাদুর শাস্ত্রী জি ছিলেন বিনম্র ও দৃঢ়চেতা।
তিনি ছিলেন সহজ সরল জীবনযাপনের প্রতীক এবং আমাদের দেশের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন।
ভারতের জন্য যা কিছু তিনি করেছেন, সে কথা স্মরণ করে তাঁর জন্মদিনে আমরা তাঁকে কৃতজ্ঞতা জানাই।“
CG/CB
Lal Bahadur Shastri Ji was humble and firm.
— Narendra Modi (@narendramodi) October 2, 2020
He epitomised simplicity and lived for the welfare of our nation.
We remember him on his Jayanti with a deep sense of gratitude for everything he has done for India. pic.twitter.com/bTV6886crz