Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লাও পিডিআর –এর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর

লাও পিডিআর –এর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি,  ১১ অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েনতিয়েনে-তে লাও পিডিআর-এর প্রধানমন্ত্রী সোনেক্সে সিফান্ডোনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি, সফলভাবে ২১ তম আশিয়ান – ভারত এবং ১৯ তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে আয়োজনের জন্য লাও-এর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। 

ভারত ও লাওসের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী সদর্থক আলোচনা করেন। সহযোগিতার উন্নয়ন, ক্ষমতার বৃদ্ধি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ঐতিহ্য পুনরুদ্ধার, অর্থনৈতিক সহযেগিতা, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির মতো দ্বিপাক্ষিক বিভিন্ন নিষয়ে তাঁরা আলোচনা করেন। তাইফুন ইয়াগির পর ভারত লাও পিডিআরকে বন্যা ত্রাণে যে সহায়তা দিয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী সিফান্ডোনে। উভয় নেতা ভারতের প্রত্নতাত্ত্বিক সংস্থার সহায়তায় লাও পিডিআর-এর ভাতফৌতে যে সংস্কার কাজ চলছে সে বিষয়টিও পর্যালোচনা করেন। 

আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশ যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে সে বিষয়েও উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী সিফান্ডোনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকার প্রশংসা করেন।  

আলোচনার পর প্রতিরক্ষা, সম্প্রচার সহ তিনটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেকং গঙ্গা সহযোগিতার আওতায় তিনটি দ্রুত রূপায়ণকারী প্রকল্প স্বাক্ষরিত হয়। এই প্রকল্পগুলির মধ্যে ওয়াটপাকেয়া বৌদ্ধ মন্দিরের সংস্কারও রয়েছে। ভারত প্রতিটি প্রকল্পের জন্য ৫০ হাজার মার্কিন ডলার করে সহায়তা দিয়েছে। লাও পিডিআর- এর পুষ্টি নিরাপত্তার মানোন্নয়নে ভারত আরও ১০ লক্ষ মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে। ভারত রাষ্ট্রসংঘ অংশীদারিত্ব উন্নয়ন তহবিল থেকে এই সহায়তা দেওয়া হবে। 

 

PG/ PM /SG