Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রেল মন্ত্রক এবং ইউরোপীয় কমিশনের ডায়রেক্টরেট জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের মধ্যে রেল ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে প্রশাসনিক চুক্তিতে মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে রেল মন্ত্রক ও ইউরোপীয় কমিশনের ডায়রেক্টরেট জেনারেল ফর মবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ প্রযুক্তির আদান-প্রদান সহযোগিতা বৃদ্ধি ও রেল ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে স্বাক্ষরিত প্রশাসনিক চুক্তি অনুমোদন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত তেসরা সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তি স্বাক্ষরের ফলে ভারতে রেল ক্ষেত্রে সংস্কার ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে, রেল চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই ভারতীয় রেলের আর্থিক অবস্থাও মজবুত হবে। রেল পরিষেবায় মানোন্নয়নের পাশাপাশি, সামগ্রিক কাজকর্মে দক্ষতা বাড়বে এবং মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি, সিগন্যাল ও রেল চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার মানও ইউরোপীয় স্তরের সমপর্যায়ে পৌঁছবে। রেল ক্ষেত্রে উদ্ভাবনে গতি আসবে এবং বিভিন্ন কাজকর্ম পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে। আন্তর্জাতিক রেল সংক্রান্ত সম্মেলন ও গুণমান নিরূপণ সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় বাড়বে। একই সঙ্গে, সমগ্র রেল ব্যবস্থায় এক কার্যকর নীতি গ্রহণ করা সম্ভব হবে, যার প্রভাব পড়বে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রের ওপরেও।

**************

CG/BD/SB…