নতুনদিল্লি ১৮ অক্টোবর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ২০২২-২৩ অর্থ বর্ষে নন-গেজেটেড রেল কর্মীদের জন্য ৭৮ দিনের উৎপাদন সংযুক্ত বোনাস অনুমোদন করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন, লাইন রক্ষণাবেক্ষণের কর্মী, ট্রেন চালক, ট্রেন ম্যানেজার(গার্ড), স্টেশন মাস্টার, সুপার ভাইজার, কারিগর, কারিগর সহায়ক, পয়েন্টম্যান, মন্ত্রিস্তরীয় স্টাফ ও অন্যান্য গ্রুপ-সি কর্মী (আরপিএফ/আরপিএসএফ বাদে)।
অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ১১,০৭,৩৪৬ রেল কর্মীর জন্য ১,৯৬৮.৮৭ কোটি টাকা উৎপাদন সংযুক্ত বোনাস অনুমোদন করা হয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষে রেল কর্মীরা ভালো কাজের নজির স্থাপন করেছেন। রেলে রেকর্ড ১৫০৯ মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয়েছে এবং প্রায় ৬.৫ বিলিয়ন যাত্রী ট্রেনে যাতায়াত করেছেন।
এই অসাধারণ সাফল্যের পিছনে বেশ কয়েকটি কারণ কাজ করেছে। এর মধ্যে রয়েছে পরিকাঠামোর উন্নতি, পরিচালনার ক্ষেত্রে দক্ষতা, উন্নত প্রযুক্তির ব্যবহার প্রভৃতি।
এই বোনাস আগামী দিনে রেল কর্মীদের কাজের ক্ষেত্রে আরও উৎসাহিত করবে বলে আশা।
PG/MP/CS