Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি মাননীয় শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর ২০২২

 

রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি মাননীয় শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে কথা বলেছেন।

সমরকন্দ-এ এসসিও শিখর সম্মেলনের ফাঁকে উভয় নেতার মধ্যে শক্তিক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক ক্ষেত্রের অন্য বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হয়েছিল তাঁরা তার পর্যালোচনা করেন।

আলোচনা চালিয়ে যাওয়া এবং কূটনীতি চলতি ইউক্রেন সংঘর্ষ নিরসনের আগামীদিনে  একমাত্র সমাধান বলে প্রধানমন্ত্রী পুনরায় মত ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী ভারতের জি-২০ সভাপতিত্বে অগ্রাধিকারের ক্ষেত্রগুলি সম্পর্কে রাষ্ট্রপতি পুতিনকে অবগত করেন। সাংহাই সহযোগিতা সম্মেলনে ভারতের সভাপতিত্বকালে উভয় দেশের একযোগে কাজ করার ওপরে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন।

উভয় নেতাই পরস্পরের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাবেন বলে সম্মত হন।

 

PG/AB/DM