প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রিয়াধে সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুলআজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন,সৌদি রাজা এক সর্বজনশ্রদ্ধেও নেতা। প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
CG/BD/NS 30
Earlier today, PM @narendramodi held talks with @KingSalman. Their meeting was extremely productive, during which they discussed ways to deepen bilateral ties. pic.twitter.com/8AZrdHKR9j
— PMO India (@PMOIndia) October 29, 2019
Called on His Majesty @KingSalman. He is one of the most widely respected leaders. We discussed multiple aspects relating to further boosting cooperation with Saudi Arabia. pic.twitter.com/ka4eArzHZj
— Narendra Modi (@narendramodi) October 29, 2019