নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের পারো’তে এসে পৌঁছলেন। ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মতবিনিময় হয়। সেই ধারাকে বজায় রেখে কেন্দ্রীয় সরকারের ‘প্রতিবেশী সর্বাগ্রে’ নীতি অনুসারে প্রধানমন্ত্রীর এই সফর।
পারো বিমানবন্দরে শ্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান ভুটানের প্রধানমন্ত্রী শ্রী শেরিং টোবগে। এরপর, চিরাচরিত ঐতিহ্য অনুসারেও তাঁকে স্বাগত জানানো হয়।
সফরকালে প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক এবং চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী থিম্পুতে অত্যাধুনিক গিয়ালসুয়েন জেৎসুন পেমা মাদার অ্যান্ড চাইল্ড হসপিটালের উদ্বোধন করবেন। ভারতের সহায়তায় এই হাসপাতালটি নির্মিত হয়েছে।
PG/CB/SB