Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ওপর একটি সচিত্র গ্রন্থ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ওপর একটি সচিত্র গ্রন্থ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ওপর একটি সচিত্র গ্রন্থ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


রবিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে “প্রেসিডেন্ট প্রণব মুখার্জি – অ্যা স্টেটস্‌ম্যান”শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বইটির প্রথমকপি তিনি তুলে দেন রাষ্ট্রপতির হাতে।

এই উপলক্ষেপ্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন যে, সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের উচিৎ আরও বেশিকরে ইতিহাস সচেতন হয়ে ওঠা। কারণ, তা হলেই আমাদের ইতিহাস ও ইতিবৃত্তকে আমরা আরওভালভাবে সংরক্ষণ করতে পারব।

শ্রী মোদীবলেন, রাষ্ট্রপতির কাজকর্ম হ’ল সরকারি রীতিনীতির থেকেও আরও অনেক বেশি কিছু। প্রকাশিতগ্রন্থটিতে রাষ্ট্রপতির এমন অনেক ছবি রয়েছে, যা থেকে রাষ্ট্রপতির মানবিক সত্তাকেআমরা খুঁজে পাই এবং তাতে আমরা গর্বও অনুভব করি।

শ্রী মোদীবলেন যে, মহাত্মা গান্ধীর এমন দুটি ছবি রয়েছে, যা থেকে তাঁর বহুমুখী ব্যক্তিত্বেরপরিচয় পাওয়া যায়।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীবলেন, একজন নেতার বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় সংবাদপত্রের পাতায়। কিন্তু একজননেতার এমন আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার সন্ধান সংবাদপত্রে খুঁজে পাওয়া যাবে না।

রাষ্ট্রপতিশ্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুবাদে তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করতেগিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মতাদর্শের বহু নেতা ও কর্মীর সঙ্গে তাঁকে কাজকরতে হয়েছে। কিন্তু দিল্লিতে যখন তিনি প্রথম আসেন তখন প্রণবদার কাছ থেকে যে উপদেশও পরামর্শ তিনি লাভ করেছিলেন, তা কখনই বিস্মৃত হওয়ার নয়। রাষ্ট্রপতি প্রণবমুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি পিতৃতুল্য পরামর্শ লাভ করে এসেছেন বলে এদিন তাঁরবক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে তাঁকে পর্যাপ্ত বিশ্রামনেওয়ার পরামর্শ দিতেন রাষ্ট্রপতি, বলতেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার কথাও।

PG/ SKD/ SB