নয়াদিল্লি, ২৭ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী গত মাসে ২২তম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে সফল রাশিয়া সফরের কথা উল্লেখ করেন।
উভয় নেতা ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
দ্বিপাক্ষিক সম্পর্কযুক্ত আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মতবিনিময় হয়েছে।
উভয় নেতা বর্তমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক ইউক্রেন সফরে তাঁর দৃষ্টিভঙ্গীর কথা জানান। এই সংঘর্ষের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সমস্ত অংশীদারদের মধ্যে বাস্তবসম্মত আলোচনা এবং কূটনৈতিক বিষয়ের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
উভয় নেতাই পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।
PG/AB/DM
Spoke with President Putin today. Discussed measures to further strengthen Special and Privileged Strategic Partnership. Exchanged perspectives on the Russia-Ukraine conflict and my insights from the recent visit to Ukraine. Reiterated India’s firm commitment to support an early,…
— Narendra Modi (@narendramodi) August 27, 2024