Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৯ জুলাই ২০২৪

 

ক্রেমলিনের সেন্ট অ্যান্ড্রু হল-এ অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’ প্রদান করেছেন। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হল। ২০১৯ সালে তাঁকে এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরস্কার গ্রহণ করে শ্রী মোদী একে ভারতবাসী এবং ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যশালী সৌহার্দ্যের বন্ধনের উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব এর মাধ্যমে স্বীকৃতি পেল।

বিগত ৩০০ বছর ধরে এই পুরস্কারটি প্রদান করা হয়। শ্রী মোদী প্রথম কোন ভারতীয় নেতা, যিনি এই পুরস্কার গ্রহণ করলেন।

 

PG/CB/DM.