নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রায়গড়কে শিবাজী মহারাজের স্মরণীয় উত্তরাধিকার, কৌশলী প্রতিভা এবং নেতৃত্বের ভিত্তিস্থল বলে আখ্যা দেন।
শ্রী মোদী বলেন, এ বছর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠান রায়গড়কে তার মর্যাদা দেওয়ায় তিনি খুশি।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“রায়গড় ছত্রপতি শিবাজী মহারাজের মহানুভবতা ও বীরত্বের উদাহরণ। এটি তাঁর সাহস এবং নির্ভীকতার সমার্থক। আমি খুশি এ বছর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠান রায়গড়কে তার মর্যাদা দিয়েছে।”
PG/AB/DM
Raigad exemplifies the greatness and bravery of Chhatrapati Shivaji Maharaj. It is synonymous with courage and fearlessness. I am glad that this year’s Rashtriya Ekta Diwas programme gave a place of pride to Raigad. https://t.co/Sp2PBGH5xj pic.twitter.com/R4pCUBaNxp
— Narendra Modi (@narendramodi) October 31, 2024