নয়াদিল্লি, ২১ জানুয়ারি,২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাম সেতুর সূচনা স্থল আরিচল মুনাই পরিদর্শন করেন।
এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী এক পোস্টে লিখেছেন :
“আরিচল মুনাই পরিদর্শনের সৌভাগ্য হল, প্রভু শ্রীরামের জীবনে যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি হল রাম সেতুর সূচনা স্থল।”
PG/MP/DM
Had the opportunity to be at Arichal Munai, which holds a special significance in Prabhu Shri Ram’s life. It is the starting point of the Ram Setu. pic.twitter.com/d2HvbMnmV5
— Narendra Modi (@narendramodi) January 21, 2024