Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসজি-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসজি-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী মহন্তকে ধর্মীয় অনুষ্ঠান এবং শাস্ত্রের বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি বলে উল্লেখ করেন, যিনি সারা জীবন ভগবান শ্রীরামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাসজি-র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। মহন্তজি ধর্মীয় অনুষ্ঠান এবং শাস্ত্রের বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি, যিনি সারা জীবন ভগবান শ্রীরামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশের আধ্যাত্মিক জগৎ এবং সামাজিক কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা সর্বদাই শ্রদ্ধার সঙ্গে বিবেচিত হবে। তাঁর শোকাহত নিকটজন এবং অনুরাগীরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। ওঁ শান্তি!”

 

SC/CB/DM