নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২৫
প্রধানমন্ত্রী ৬ এপ্রিল তামিলনাড়ু সফর করবেন। রাম নবমী উপলক্ষে দুপুর ১২টা নাগাদ তিনি নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবেন। এটি ভারতের প্রথম উল্লম্ব (ভার্টিকাল লিফট) উত্তোলন সমুদ্র সেতু। এখানকার সড়ক সেতু থেকে তিনি একটি ট্রেন ও জাহাজের যাত্রার সূচনা করবেন এবং এই সেতুর কাজও পরিদর্শন করবেন।
এর পর তিনি বেলা ১২:৪৫ নাগাদ রামেশ্বরমে রামনাথস্বামী মন্দির দর্শন করবেন ও পুজো দেবেন। দুপুর ১:৩০ নাগাদ তিনি রামেশ্বরমে তামিলনাড়ুর জন্য ৮ হাজার ৩০০ কোটি টাকারও বেশি বিভিন্ন রেল এবং সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
প্রধানমন্ত্রী নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধনের পাশাপাশি রামেশ্বরম-তামবরম (চেন্নাই) নতুন রেল পরিষেবার সূচনা করবেন। এই সেতুটির গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। রামায়ণে কথিত আছে রামেশ্বরমের কাছে ধনুষ্কোটি থেকে রামসেতুর নির্মাণের সূচনা হয়েছিল।
রামেশ্বরম এবং মূল ভূখণ্ডের মধ্যে সংযোগরক্ষাকারী এই সেতু বিশ্বে কারিগরি স্থাপত্যের এক অনন্য নিদর্শন স্বরূপ। ৫৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে এটি নির্মিত হয়েছে। ২.০৮ কিলোমিটার বিস্তৃত ৯৯টি খিলান যুক্ত ৭২.৫ মিটার উল্লম্ব উত্তোলন সেতুটি ১৭ মিটার পর্যন্ত উপরে উঠতে সক্ষম। এটি নির্মিত হওয়ার ফলে একদিকে যেমন নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারবে, অন্যদিকে ট্রেন চলাচলেও কোনো বাধা থাকবে না। ভবিষ্যতের চাহিদার দিকে তাকিয়ে এখানে যৌথ রেল লাইনের সংস্থান রাখা হয়েছে। সামুদ্রিক এলাকাতে নির্মিত হলেও এই সেতু যেন জং পরে কখনো নষ্ট না হয়, সেজন্য উন্নত ও গুণমান সম্পন্ন বিশেষ মোড়ক ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী অন্য যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে রয়েছে জাতীয় সড়ক ৪০-এর চার লেন বিশিষ্ট ২৮ কিলোমিটার লম্বা ওয়ালাজাপেট-রানিপেট বিভাগ। তিনি জাতীয় সড়ক ৩৩২-এর চার লেন বিশিষ্ট ২৯ কিলোমিটার লম্বা ভিলুপ্পুরম-পুদুচেরি বিভাগ, জাতীয় সড়ক ৩২-এর ৫৭ কিলোমিটার লম্বা পুন্দিয়ানকুপ্পম-সত্তানাথপুরম, জাতীয় সড়ক ৩৬-এর ৪৮ কিলোমিটার লম্বা চোলাপুরম-তাঞ্জাভুর বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই মহাসড়কগুলি বিভিন্ন ধর্মস্থল এবং পর্যটন কেন্দ্রকে যুক্ত করবে, শহরগুলির মধ্যে দূরত্ব কমাবে, তার পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বন্দরগুলিতে যাতায়াত অনেক দ্রুত করে তুলবে। এগুলি নির্মিত হওয়ার ফলে স্থানীয় চাষীদের ক্ষমতায়ণ বৃদ্ধি পাবে, তাঁরা কৃষিপণ্য অনায়াসেই স্থানীয় বাজারে নিয়ে যেতে পারবে। এর ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতির সঞ্চার হবে এবং স্থানীয় চর্ম এবং ছোট শিল্প সংস্থাগুলি উপকৃত হবে।
SC/AB/SKD