নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রানি ভেলু নাচিয়ার-এর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর অতুলনীয় সাহস ও কৌশলগত দক্ষতার কথা উল্লেখ করেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“সাহসী রানি ভেলু নাচিয়ার-এর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি! ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি বীরত্বপূর্ণ লড়াই চালিয়েছিলেন, অতুলনীয় সাহস ও কৌশলগত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতার যুদ্ধে তিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। মহিলাদের ক্ষমতায়নেও তাঁর ভূমিকা উচ্চ প্রশংসিত হয়েছে।”
SC/MP/SKD
Remembering the courageous Rani Velu Nachiyar on her birth anniversary! She waged a heroic fight against colonial rule, showing unparalleled valour and strategic brilliance. She inspired generations to stand against oppression and fight for freedom. Her role in furthering women…
— Narendra Modi (@narendramodi) January 3, 2025