নতুন দিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্য দিবস উপলক্ষ্যে মিজোরামের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স বার্তায় তিনি বলেছেন;
“রাজ্য দিবসে মিজোরামের মানুষকে আন্তরিক শুভেচ্ছা। প্রাণবন্ত এই রাজ্য তার অসাধারণ ভূপ্রকৃতি, গভীরে প্রোথিত ঐতিহ্য এবং স্থানীয় মানুষের বন্ধুভাবাপন্ন মনোভাবের জন্য সুপরিচিত। মিজো সংস্কৃতিতে ঐতিহ্য ও সম্প্রীতির এক চমৎকার প্রতিফলন ঘটেছে। মিজোরামের আরও সমৃদ্ধি হোক, আগামী দিনে শান্তি, উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে তার যাত্রা নতুন উচ্চতা স্পর্শ করুক।”
SC/SD/SKD
Warm greetings to the people of Mizoram on their Statehood Day! This vibrant state is known for its breathtaking landscapes, deep-rooted traditions and the remarkable warmth of its people. The Mizo culture reflects a beautiful mix of heritage and harmony. May Mizoram continue to…
— Narendra Modi (@narendramodi) February 20, 2025