নতুন দিল্লি, ২০ ফেব্রুয়ারি , ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিজোরামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই রাজ্যের উন্নতি, শান্তি এবং সমৃদ্ধির ধারা বজায় থাকুক সেই কামনাও করেছেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ;
“মিজোরামবাসীকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই। মিজোরামের অনন্য সংস্কৃতি, অতুলনীয় সৌন্দর্য এবং রাজ্যের অধিবাসীদের মিলেমিশে চলার মানসিকতার জন্য দেশ গর্ববোধ করে। মিজো-সংস্কৃতির ঐতিহ্য এবং সম্প্রীতির মেলবন্ধন অত্যন্ত অণুপ্রেরণাদায়ক। এই রাজ্যের উন্নতি, শান্তি এবং সমৃদ্ধির ধারা বজায় থাকুক সেই কামনাই করি।”
PG/ CB/SG
Statehood Day wishes to the people of Mizoram. India is very proud of Mizoram's unique cultural tapestry, its rich beauty and the warm-hearted spirit of its people. The Mizo culture is very inspiring, embodying a blend of tradition and harmony. Praying for the continuous…
— Narendra Modi (@narendramodi) February 20, 2024