Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যসভায় নাগাল্যান্ড থেকে প্রথম মহিলা সদস্য হিসেবে শ্রীমতী এস ফাংনন কোনিয়াক সভায় সভাপতিত্ব করায় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন


                                                                                                                                                                                                 নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২৩
গত সপ্তাহে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের ভাইস চেয়ার পার্সনের তালিকায় মনোনীত হওয়ার পর রাজ্যসভায় নাগাল্যান্ডের প্রথম মহিলা সদস্য হিসেবে শ্রীমতী এস ফাংনন কোনিয়াক সভায় সভাপতিত্ব করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রাজ্যসভার সংসদ সদস্য শ্রীমতী এস ফাংনন কোনিয়াক – এর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “খুব গর্বের মুহূর্ত”।

CG/SS/SB……26_JULY_2023……(111)…..(1942589)