নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর, ২০২৪
রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শরদ পাওয়ার আজ কৃষকদের এক প্রতিনিধিদলকে নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর এক্স পোস্টে লিখেছে, “রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শরদ পাওয়ার কৃষকদের এক প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী @narendramodi-র সঙ্গে দেখা করেছেন।
@PawarSpeaks”।
PG/AC/SB
Rajya Sabha MP and former Union Minister Shri Sharad Pawar, along with a group of farmers, met PM @narendramodi today.@PawarSpeaks pic.twitter.com/zAYUz06KCH
— PMO India (@PMOIndia) December 18, 2024